বটবৃক্ষ এসকেএইচ সৌরভ হালদার
বৃহাদাকার বৃক্ষ তুমি, জমিনের মাঝে আছো যে তুমি সরু সরু ঝুরি বাতাসে দোলে পরে মাটিতে প্রেরিত হলে। স্তম্বমূলের মাটির উপারাংশ, পরিবর্তন হয় তবে বিটপে।
কচি পাতা তামাটে, স্থান কাল পত্রভেদে ভিন্ন একাধারে বৈশিষ্ট তোমার বটের পাতা হয় একান্তর ডিম্বা কৃত মসৃন ও উজ্জ্বল।
পাংশুটে হলুদ হয় বটের কুড়ি, তখনি পড়ে পাতার ঝুড়ি বসন্ত,শৎরত আসে যখন। নতুবা পাতা গজে তখন। তিন ঋতুর পরিবর্তে, ফল পেকে যাই মুহুর্তে। গ্রীষ্ম,বর্ষা,শীত তাহারিই নাম।
বহুগুনাগুন তোমার বেচে আছো অনন্তকাল পাঁচ-ছয় শত বছর। এ যে তোমার আয়ুষকাল, বটবৃক্ষ তোমারি নাম বহুবর্ষ জীবী বেচে আছো চিরোকাল।
এসকেএইচ সৌরভ হালদার শোভনা,ডুমুরিয়া,খুলনা
হে নবীন দল এসকেএইচ সৌরভ হালদার
নব হৃদয়ও কিশোরাই সুদ্ধ মৃদুময় হে নবীন দল। ভাবিয়াছো এক কন্যায় নবহানি সেথা ভালোবাসা নাই
অপেক্ষা করিয়াছো এই কন্যারি লই হেথায় নয় এই প্রেমি কন্যা। সেথা তুমি বুঝ নাই, দিন-ভোর অপেখা করো হে আমার নবীন দল বুঝাও নয় এ কন্যা। নব অন্চিত এক বৃখময় পাষান হৃদয়ো, প্রেম নয় সেথা ছলনা করিনু তোমারি লয়ে নবীনো দল।।
Home Prev Next Last